দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেয়ার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদকে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেছে জেলা বিএনপি।
সোমবার জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়া ও বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আপনাকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি প্রদান করা হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ প্রদান করা হলো।
চিঠির অনুলিপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে পাঠানো হয়েছে।