সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আলু ক্ষেত নষ্ট করার অপরাধে ঘোড়া হত্যা বানিয়াচংয়ে বন্দুক, এয়ারগান ও গোলাবারুদসহ আটক ৩ বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদকে অব্যাহতি দক্ষিণ সুরমায় বেপরোয়া স্বর্ণ প্রতারকরা জামালগঞ্জে চোরাই মটরসহ দুই আসামি আটক ‎ জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন নক্তিপাড়ায় ২য় স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে- ইউএনও সনজীব সরকার বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ উপহার ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত আমুরোড হাইস্কুল এন্ড কলেজ
advertisement
সিলেট বিভাগ

খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে- ইউএনও সনজীব সরকার

সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সনজীব সরকার।

ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন শিক্ষার্থীরা। পরে গোলক নিক্ষেপের মাধ্যমে মাঠের খেলাধুলার আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে আমরা যেমন নানা সুফল পেয়েছি, তেমনি কিছু কুফলও সামনে এসেছে। এক সময় শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন মাঠভিত্তিক খেলাধুলায় অংশ নিত, কিন্তু বর্তমানে মোবাইল অ্যাপসনির্ভর খেলায় আসক্তি বাড়ছে। এর ফলে শারীরিক চর্চা কমে যাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায় এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রকৃত মেধাবীদের মূল্যায়ন সম্ভব হবে। খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করে।

দুই দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে।

এই সম্পর্কিত আরো

আলু ক্ষেত নষ্ট করার অপরাধে ঘোড়া হত্যা

বানিয়াচংয়ে বন্দুক, এয়ারগান ও গোলাবারুদসহ আটক ৩

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদকে অব্যাহতি

দক্ষিণ সুরমায় বেপরোয়া স্বর্ণ প্রতারকরা

জামালগঞ্জে চোরাই মটরসহ দুই আসামি আটক ‎

জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

নক্তিপাড়ায় ২য় স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে- ইউএনও সনজীব সরকার

বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ উপহার

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত আমুরোড হাইস্কুল এন্ড কলেজ