সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বানিয়াচংয়ে বন্দুক, এয়ারগান ও গোলাবারুদসহ আটক ৩ বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদকে অব্যাহতি দক্ষিণ সুরমায় বেপরোয়া স্বর্ণ প্রতারকরা জামালগঞ্জে চোরাই মটরসহ দুই আসামি আটক ‎ জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন নক্তিপাড়ায় ২য় স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে- ইউএনও সনজীব সরকার বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ উপহার ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত আমুরোড হাইস্কুল এন্ড কলেজ শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক নিরীহ যুবকের ঠোঁট কেটে নিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবকের নাম তাজিম মিয়া (৩৫)। তিনি জয়কলস ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারসংলগ্ন ডুংরিয়া গ্রামের তাহির মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার(২৪ জানুয়ারি) দিবাগত রাতে এশার নামাজের পর। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, তাজিম মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুল মনাফের ছেলে ওয়ারিছ আলী ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার রাতে মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ওঁত পেতে থাকা ওয়ারিছ আলী ও তার ছেলে সালামুন, মইনুল, রাহিমুলসহ অজ্ঞাতনামা কয়েকজন তাজিম মিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা তার হাত-পা ও গলা চেপে ধরে জোরপূর্বক চাকু দিয়ে ঠোঁট কেটে নেয়। পাশাপাশি তলপেটের নিচে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও রুইল দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাজিম মিয়াকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে আহত তাজিম মিয়ার ভাই তাছকির মিয়া বলেন, “রাতের আঁধারে একা পেয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে যেভাবে ঠোঁট কেটে ও মারধর করা হয়েছে, তা বর্বরতার নজির। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে বন্দুক, এয়ারগান ও গোলাবারুদসহ আটক ৩

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদকে অব্যাহতি

দক্ষিণ সুরমায় বেপরোয়া স্বর্ণ প্রতারকরা

জামালগঞ্জে চোরাই মটরসহ দুই আসামি আটক ‎

জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

নক্তিপাড়ায় ২য় স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে- ইউএনও সনজীব সরকার

বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ উপহার

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত আমুরোড হাইস্কুল এন্ড কলেজ

শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিরীহ যুবকের ঠোঁট কেটে গুরুতর আহত