সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ধলাই নদী রক্ষায় কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: শতাধিক নৌকা ও লিস্টার মেশিন ধ্বংস গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম - ভোলাগঞ্জ রোপওয়েতে ফটোগ্রাফারের ওপর হামলার প্রতিবাদে সভা সরকারের বিজ্ঞপ্তি - নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত তারেক রহমান - একটি দল নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে : জামায়াত আমির দুদকের মামলায় ৮ জন আটক, জামিন বাতিল: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কেলেঙ্কারি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেকরা তারেক রহমান - বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে, এটিই কমিটমেন্ট
advertisement
সিলেট বিভাগ

গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ভোলাগঞ্জ রোপওয়েতে ফটোগ্রাফারের ওপর হামলার প্রতিবাদে সভা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার সংরক্ষিত এলাকায় পাথর ও বালু লুটপাটকারীদের হামলায় গুরুতর আহত উপজেলা প্রশাসনের খণ্ডকালীন স্বেচ্ছাসেবক ফটোগ্রাফার রাসেল মিয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ভোলাগঞ্জ পর্যটন ঘাটে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভা থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আনোয়ার সুমন এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি সাংবাদিক কবির আহমেদ। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সাংবাদিক মো. মঈন উদ্দিন মিলন, সাংবাদিক আব্দুল জলিল, ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আকবর রেদওয়ান মনা, সাবেক সভাপতি ফারুক আহমদ, নৌকা মাঝি সমিতির সভাপতি আইনুল হকসহ অনেকে।

প্রতিবাদ সভায় ওসি শফিকুল ইসলাম খান বলেন, ধলাই নদীতে পাথর লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। লুটপাট এলাকায় কাউকে দেখা গেলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আহত ফটোগ্রাফার রাসেলের দ্রুত সুস্থতা কামনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বক্তারা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নিয়োগপ্রাপ্ত ১৩ জন স্বেচ্ছাসেবক কয়েকশ দুষ্কৃতিকারীর বিরুদ্ধে দায়িত্ব পালন করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি সহায়তা ছাড়া এই দায়িত্ব পালন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভোলাগঞ্জ রোপওয়ের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংরক্ষিত সম্পদ রক্ষা করা সম্ভব হবে না।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বিকাল ৫টার দিকে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার সংরক্ষিত এলাকায় দায়িত্ব পালনকালে প্রশাসনের স্বেচ্ছাসেবক ফটোগ্রাফার রাসেল মিয়াসহ কয়েকজনের ওপর পাথর লুটপাটকারীরা হামলা চালায়। এতে রাসেল গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহতের পিতা আলী হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে।

এই সম্পর্কিত আরো

ধলাই নদী রক্ষায় কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: শতাধিক নৌকা ও লিস্টার মেশিন ধ্বংস

গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোলাগঞ্জ রোপওয়েতে ফটোগ্রাফারের ওপর হামলার প্রতিবাদে সভা

সরকারের বিজ্ঞপ্তি নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত

তারেক রহমান একটি দল নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে

মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে : জামায়াত আমির

দুদকের মামলায় ৮ জন আটক, জামিন বাতিল: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কেলেঙ্কারি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেকরা

তারেক রহমান বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে, এটিই কমিটমেন্ট