বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার ৩ আসনের ধানের শীষের প্রাথী এম নাসের রহমান বলেছেন-ইলেকশন সব সময় নৌকার সাথে করেছি- নৌকা তো এবার নাই। এখন যে দল প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তারা চেষ্টা করে ছিল প্রতিদ্বন্দ্বি পূর্ণ হওয়ার জন্য। ইলেকশন প্রতিদ্বন্দ্বি পূর্ণ কিনা সেটা মূল বিষয় না। এবারের নির্বাচন হলো জনগণ গত ১৮ বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছিল জনগণ ভোট সেন্টারে গিয়ে ভোট দিবে-এই ইলেকশনের এটাই তার প্রতিপাদ্য।
রবিবার মৌলভীবাজার পৌর শহরের কসুমবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো বিষয় না। আমি দেড় দুই মাসে আমার নির্বাচনী এলাকার দু,টি উপজেলা ঘুরে দেখেছি যে, জনগণের ভাষ্য কে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আর কে প্রতিদ্বন্দ্বি কিনা এটা কোনো বিষয় না। এই বারের নির্বাচন হইলো ভোট সেন্টারে গিয়ে সুষ্ঠ মতো ভোট দেয়ার জন্য ভোটারা প্রতিজ্ঞাবদ্ধ।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, বিএনপি নেতা আয়াছ আহমদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান প্রমুখ।