সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী করতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও এর আওতাধীন সকল ইউনিয়ন বিএনপি এবং উপজেলা অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় এমরান আহমদ চৌধুরীর গোলাপগঞ্জ উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপির আওতাধীন ১১টি ইউনিয়নের শীর্ষ ৫ নেতা এবং অঙ্গ-সহযোগী সকল সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দুই উপজেলার ঘরে ঘরে মা-শা-আল্লাহ এই প্রতীকের পক্ষে রব উঠে গেছে। আমাদের শুধু ঐক্যবদ্ধ থেকে সুপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, একটি দলের প্রতারণার গল্প জনসাধারণ পড়ে ফেলেছেন। এখন আর এসব প্রতারণামূলক কথায় ভোটাররা প্রভাবিত হন না। আমাদের দৃঢ় বিশ্বাস- বিপুল ভোটের ব্যবধানে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় হবে ইনশা আল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনি সমন্বয়ক- যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন মেম্বার, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক আমিন উদ্দিন ও এস এ রিপন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নজমুল হোসেন খাঁন প্রমুখ।
এদিকে, শনিবার রাত ও রবিবার দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে এমরান চৌধুরীর সমর্থনে পথসভা, উঠানবৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচিতে জেলা এবং গোলাপঞ্জ-বিয়ানীবাজারের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।