বানিয়াচংয়ে বাংলাদেশ সেনাবাহিনী ৩টি এয়ারগান, দেশীয় অস্ত্র ও ১৪০০ রাউন্ড গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসিবুল হাসানের নেতৃত্বে যুবক ইকবাল মিয়া (৩৩) কে আটক করা হয়।
আটককৃত ইকবাল সদরের যাত্রাপাশা গ্রামের আ:মতিন মিয়ার পুত্র। সেনা সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইকবাল ও তার পরিবারের সদস্যদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ইকবালের বাড়ি থেকে ৩টি এয়ারগান, ১০টি দেশীয় টেটা ও ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
ভোর ৪টায় জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ ইকবালকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এএসআই মো. এনামুল হক-এর নিকট হস্তান্তর করা হয়।
বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর উদ্যোগে রাতভর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ইকবাল মিয়াকে আটক করা হয়েছে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”