মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম অধ্যক্ষ আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) কলেজ মিলনায়তনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভা আয়োজন করেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, এবং সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জামশেদ খান।
সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মৃদুল লাল দে, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বদরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাহেদা খাতুন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহকারী অধ্যাপক সজীব কুমার ভৌমিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা মরহুম আব্দুল হান্নানের কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ব্যক্তিগত গুণাবলি স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।