বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নিয়ামতপুরে ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক ব্যারিস্টার এম এ সালাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবনেতা সেলিম আহমদ এবং সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি আহমদ শিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য সুরুজ আলী, সমাজসেবী আব্দুস ছালাম, আব্দুল জলিল বেলাল, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেদওয়ান আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, যুব নেতা আব্দুল আজিজ, আক্তার আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, প্রচার সম্পাদক ফারহান আহমদ, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মিজান আহমদ, সামাদ আহমদ, হুসাইন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মোট ৫০টি কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন যুব সংঘের সভাপতি আহমদ শিপু, যেখানে তিনি সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রম এবং কম্বল বিতরণের উদ্দেশ্য তুলে ধরেন।
উক্ত উদ্যোগে এলাকার অসহায় ও শীতার্ত মানুষরা বিশেষভাবে উপকৃত হয়েছেন এবং উপস্থিত অতিথিরা এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।