সুনামগঞ্জে র্যাব-৯ সিপিসি ৩-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ শটগানের জন্য ব্যবহৃত প্রাণঘাতী শিষা বুলেটের চালানসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু এলাকা থেকে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়।
র্যাব-৯ সিপিসি ৩ সুনামগঞ্জ-এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাঈন সাংবাদিকদের জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, সড়কপথে আগ্নেয়াস্ত্রের বুলেট পাচার হচ্ছে। বিকালে আব্দুজ জহুর সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হলে একটি কাভার্ড ভ্যান থেকে প্লাস্টিকে মোড়া কয়েকটি প্যাকেট জব্দ করা হয়। এগুলোর মধ্যে আনুমানিক ২৫০ পিস শিষা বুলেট রয়েছে। ভ্যান চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, নির্বাচনের সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি বা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করতে এই ধরনের প্রাণঘাতী বুলেট চোরাই পথে দেশে প্রবেশ করানো হতে পারে বলে গোয়েন্দা বিভাগ সতর্ক করেছে।