জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত ব্যবসাবান্ধব অঞ্চল। সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিতে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। সিলেটের জন্য সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।
তিনি বলেন, বর্তমানে ইনকাম ট্যাক্স ৩০ পার্সেন্ট দিতে হয়। এটা অনেক বেশি, যেটাকে আমরা ১৯ পার্সেন্টে নিয়ে আসবো। এখন ভ্যাট ১৫ পার্সেন্ট দেন আমরা ১০ পার্সেন্টে নিয়ে আসবো। আগামী নির্বাচনে জামায়াত জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে পারেন। আর জামায়াত যদি সরকার গঠন করতে পারে তাহলে বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত, মানবিক, কল্যাণময় ও সম্প্রীতির বাংলাদেশ উপহার দিবো। জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসায়ী ও জনগণের জন্য উপযোগী একটি বাংলাদেশ উপহার দিবে ইনশাআল্লাহ।
তিনি শনিবার (২৪ জানুয়ারী) বাদ আছর নগরীর খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় বিসিক শিল্প মালিক পরিষদের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় তিনি শিল্পকারখানায় স্থিতিশীলতা রক্ষায় সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ভ্যাটের ভুক্তভোগী আমি নিজেই। হঠাৎ করেই ইবনে সিনার ৯ কোটি টাকা ভ্যাট দেওয়ার জন্য আমাকে বলা হলো। কিন্তু, আমরা প্রতি বছরের হিসেব ক্লিয়ার করি, ভ্যাট দেই। তবুও বলা হলো ৪ বছরের নাকি এই ভ্যাট দিতে হবে। না হলে জরিমানা দিতে হবে। এটার মূল কারণ হলো দুর্নীতি। দুর্নীতিবাজদের হাতে আমাদের দেশ দিয়েছিলাম। এখনো দুর্নীতি আছে। এখন যদি তাদের হাতে আপনি ক্ষমতা দিয়ে বলেন দুর্নীতি হবে না, তাহলে এটা কখনোই সম্ভব নয়। সেজন্য আগামীতে সৎ ও যোগ্য প্রার্থী দেখে আপনাদের আমানত ভোট দিবেন।
ব্যবসায়ী দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা মোস্তাফা কামাল সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবসায়ী আলীমুল এহসান চৌধুরী, নূরে আলম, মো. গোলাম কিবরিয়া, মো. সুমন, রাশেদুল ইসলাম ও জসিম উদ্দীন খন্দকার প্রমুখ।
এর আগে শনিবার দুপুরে নগরীর ক্বিন ব্রিজের মুখ থেকে ঝালোপাড়া এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
ছবির ক্যাপশন- খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।