সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে কর্মরত কর্মচারী ও কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুস সোবহানকে শোকজ ও অপর দুই নেতাকে বদলি করেছে গ্যাস ফিল্ড প্রশাসন। তবে তদন্তে যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে চাকুরি হারাতে পারেন কর্মচারী লীগ নেতা আব্দুস সোবহান।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তা কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান। সোবহান তার বক্তব্য শেষ পর্যায়ে 'জয় বাংলা' স্লোগান দেন। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ না করলেও পরদিন শুক্রবার সোবহানকে শোকজ করা হয়। সেই নোটিশে দুই দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।
অন্যদিকে শনিবার আরেক আদেশে কর্মচারী লীগে (সিবিএ) প্রচার সম্পাদক জুনিয়র কম্পিউটার অপারেটর নাজমুল ইসলাম (রশিদপুর) গ্যাস ফিল্ডে ও জুনিয়র কম্পিউটার মঞ্জুর আহমদকে ( বিয়ানীবাজার ) ফিল্ডে বদলি করা হয়।
উক্ত অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধর'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম।
ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সিবিএ'র সাধারণ সম্পাদক সোবহানকে শোকজ নোটিশ পাঠানো হয়। তাছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সত্যতা পেলে শাস্তিস্বরূপ চাকরিচ্যুত হতে পারেন।
উক্ত অনুষ্ঠানে মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন এবং সিবিএ-র সাধারণ সম্পাদক 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি উপস্থিত ছিলেন না তবে শুনেছেন বলে জানান।