সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৬টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব বিস্ফোরক নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে।
র্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থানকালে বিস্ফোরক থাকার তথ্য পায়।
এ খবরে র্যাব সদস্যরা দ্রুত দক্ষিণ সুরমা থানার ৩০ নম্বর ওয়ার্ডের লাক্সজনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত উদ্ধার করে।
অভিযানে রেলওয়ের একটি পুরাতন টয়লেটের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৬টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এসব বিস্ফোরকের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসব আলামত নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।