বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আধ্যাত্মীক নগরী সিলেটে আগমন উপলক্ষে নগরীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশে আমারা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পরিবার সিলেট’র ব্যানারে নগরীতে বিশাল স্বাগতম মিছিল বের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট নগরীর মিরাবাজার থেকে স্বাগত মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক পরিবহণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান জুয়াহিরের সভাপতিত্বে এবং শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দিপক রায় ও মহানগর তাঁতীদলের সদস্য জামাল আহমদের যৌথ পরিচালানায় বক্তব্য রাখনে বিএনপি নেতা আবদুল হান্নান ও মামুন আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সিদ্দেক আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান নিজাম খান, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি অর্পণ ঘোষ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুব হোসেন মিলন, তসলিম আহমদ, দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, রফিক আহমদ, সেলিম আহমদ, রেজাউল করিম রুবেল, আতিকুর রহমান চৌধুরী লাভলু, সাহেদুর রহমান পিন্টু, সুমন আহমদ, রাশেদুজ্জামান রাসেল, কামরান আহমদ কামন, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, সহসভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এনাম, জেলা জাসাস’র সদস্য মুহিবুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা শাইস্তাউর রহমান সানি, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, জেলা ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের প্রচার ও দপ্তর সম্পাদক আছনাত উদ্দিন জাহিন ও সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সজিব আহমদ, শহিদ ওয়াসিম ব্রিগেড জালাবাদা থানা কমিটির সদস্য সচিব খালেদ আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা রাশেদ আহমদ সাদ্দাম, মো. শাহজাহান মিয়া, সোহাগ আহমদ, ছাত্রদল নেতা মুন্না আহমদ, নাহিদ আহমদ, সাদ্দাম আহমদ, শাহিনুর আহমদ, সেবুল আহমদ, আনোয়ার মিয়া, আবুল কালাম, আবুল মালেক, রানা তালুকদার, আবদুল মালিক, বদরুল মিয়া, সৈকত আহমদ, আবদুর রহমান মুন্না, খোকন, মাহিন, সোহান, শাহিন, লাভলু, নিজাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের আগমনে সিলেটের মাটি আজ উৎসবমুখর। দীর্ঘ অপেক্ষার পর আমাদের নেতা আধ্যাত্মিক এই নগরীতে আসছেন। অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে আমরা সিলেটে রাজপথে ঐক্যবদ্ধ থেকে এই আগমনকে সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ।