শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলার ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সভাপতি আবু ইয়ামিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জল এই কমিটির অনুমোদন প্রদান করেন।
সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু প্রেরিত এক পত্রে জকিগঞ্জ উপজেলা কমিটির এই অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মিলাদুর রহমানকে সভাপতি এবং তানভীর হোসেন ইমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি দেলওয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ ও ছাব্বির আহমদ, প্রচার সম্পাদক জুয়েল আহমদ এবং সহ-প্রচার সম্পাদক মাহিন আহমদ।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন— এমাদ উদ্দিন এনাম, আবদুল কুদ্দুছ, সুলতান আহমদ, শাহান আহমদ, মো. সাদিক, মো. তাজিল, মিজান আহমদ, ফাহিম আহমদ, সেলিম আহমদ, আমিনুল আহমদ, হাছান আহমদ এবং শাহজান আহমদ।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি জকিগঞ্জ উপজেলায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।