আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সুনামগঞ্জে পাঁচটি সংসদীয় আসনে যাছাই-বছাই শেষে ২৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ, বই প্রতীক বরাদ্দ পেয়েছেন নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।
সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন মোহাম্মদ শিশির মনির, কাস্তে প্রতীক বরাদ্দ পেয়েছেন কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ- ৩ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, রিক্সা প্রতীক বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হোসেন, টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন মো: মাহফুজুর রহমান খালেদ (তুষার), দেওয়াল ঘরি প্রতীক বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ।
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ নাজমুল হুদা, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সামছ উদ্দিন, হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, দেওয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আম প্রতীক বরাদ্দ পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মো: আজিজুল হক।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। তবে, প্রচার প্রচারণা চালানোর ক্ষেত্রে অবশ্যই আচরণ বিধি মেনে চলতে হবে।