বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অ্যাডভোকেট জামান - শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুলাউড়ায় এনসিপি’র ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় এনসিপি’র ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌর শহরের দখিন দাওয়া পার্টি হলে আয়োজিত সভায় এনসিপি’র কুলাউড়া উপজেলার আহবায়ক ফারুক উদ্দিন সুন্দরের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলামের রুমেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস বলেন, যারা চব্বিশকে প্রাসঙ্গিক করবেন না, যারা চব্বিশকে হারিয়ে যেতে দিতে চাইবেন, অবহেলা করবেন, মনে রাখবেন তারাই এদেশে ফ্যাসিবাদকে ডেকে আনবেন। সুতরাং আমাদের জীবন ও রক্ত থাকতে আমরা কখনোই আরেকটা ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে সৃষ্টি করতে দেবনা। এখনকার নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি। সেখানে স্পষ্ট বলা আছে এখন ‘ভোট মানে ভয় না, এখন ভোট মানে জয় না’। হ্যাঁ ভোট মানে শুধু কোন একটা দল বা কোন একটা গোষ্ঠী ক্ষমতায় যাবে ব্যাপারটা এমনটা নয়। হ্যাঁ ভোট মানে সারা বাংলাদেশের মানুষের ও চব্বিশের জয় এবং হ্যাঁ ভোট যদি পরাজিত হয় তাহলে সারা বাংলাদেশের পরাজয়, চব্বিশেরও পরাজয়।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বাংলাদেশ থেকে বাক স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের মূল্যেবোধ ও মর্যাদা হারিয়েছিলাম। আমরা অনেক মানুষকে গুম হয়ে যেতে দেখেছি। তখনকার সময় গুম হওয়া ও জেলে যাওয়া একবারে সহজ ব্যাপার ছিল। সেই বিভিষীকাময় পরিস্থিতি পেরিয়ে আজকে আমরা একটা নির্বাচন করছি। এই নির্বাচনটা আমাদেরকে এনে দিয়েছে চব্বিশ। সুতরাং আমাদের যেকোন আলোচনায় চব্বিশকে অবশ্যই প্রাসঙ্গিককে করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, এনসিপি’র মৌলভীবাজারের আহবায়ক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রাজ মুস্তাকিন, সদস্য সচিব ফয়ছল আহমদ শাহী, যুবশক্তির জেলা শাখার যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার, সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি এনসিপির মৌলভীবাজার জেলা আহবায়ক মো. খালেদ হাসান ও সদস্য সচিব রুহুল আমিন স্বাক্ষরিত কমিটিতে ফারুক উদ্দিন আহমদকে আহবায়ক, অধ্যক্ষ শাহ আলম সরকারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাহবুব জামান শিহাবকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক লুৎফুর হায়দার, ডা. মারুফ খান, শিক্ষিকা সাবিনা ইয়াছমিন, নিতু আক্তার, সামি আল রাজি, মোজাহিদুল ইসলাম, মাসুদ রানা পারভেজ, রায়হান উদ্দিন, সুরমান আহমদ, মেহেদী হাসান খালিক, সিনিয়র  যুগ্ম সদস্য সচিব লিপি আক্তার, যুগ্ম সদস্য সচিব রিফাত সারজানা, তারিকুল ইসলাম, ইমন মিয়া, মোহাম্মদ রায়েল, সৈয়দ সিদ্দিকুর রহমান ইমরান, জাহিদুল ইসলাম রুমেল, হুসাইন আহমদ, ইব্রাহিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, আশরাফ আলী চৌধুরী, তৌফিক ইসরাইল মাহদী, মিজানুর রহমান, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাহিদ হাসান জিসান, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, আলী আকবর চৌধুরী, সাদ্দাম হোসেন, তৌহিদ জয়, হুসাইন আহমদ, রাসেল আহমদ, নাজমুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী, সোহান আহমদ, জাহিদ মিয়া, মোজাহিদ আহমদ, তারিকুল ইসলাম, মেহেদী হাসান অয়েস, আতিকুর রহমান, সাহিদ খান, খায়রুল ইসলাম রুমেল, ইমন আহমেদ, আব্দুস সালাম, সাকিব আহমদ, রিপন আলী, রুহিন মিয়া, মো. নাসির, পাবেল মিয়া, ইমরান আলী, আনিসুর রহমান, নুরুল আমিন, আব্দুল মতিন শিমুল।

এই সম্পর্কিত আরো

অ্যাডভোকেট জামান শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য

তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল

সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী

কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুলাউড়ায় এনসিপি’র ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা