গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া শাহজাহান ও গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়কের দায়িত্ব ফিরে পেলেন তারেক আহমদ চৌধুরী।
উপজেলা ছাত্রদলের বর্তমান ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহান আহমেদ প্রবাসে অবস্থান করায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে বর্তমান যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহজাহানকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে পৌর ছাত্রদলের আহবায়কের উপর স্থগিতাদেশ তুলে নিয়ে তারেক আহমদ চৌধুরীকে পুনরায় আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।
গত ২০ জানুয়ারি সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেয়া হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া শাহজাহান ও পুনরায় পদ ফিরে পাওয়া পৌর ছাত্রদলের আহবায়ক তারেক চৌধুরী সংগঠনের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।