সিলেটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন মোট ১১ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে সিলেটের ছয়টি সংসদীয় আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন মোট ৩২ জন প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহারের পর সিলেট-১ আসনে চূড়ান্তভাবে মাঠে রয়েছেন ৮ জন প্রার্থী। তাঁরা হলেন— বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাসদের প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী। তাঁরা হলেন— বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন এবং গণফোরামের মো. মুজিবুল হক।
সিলেট-৩ আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে রয়েছেন ৬ জন প্রার্থী। তাঁরা হলেন— বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর এবং ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
সিলেট-৪ আসনে ভোটের লড়াইয়ে আছেন বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম এবং গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।
সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।
সিলেট-৬ আসনে প্রার্থীরা হলেন— বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
এদিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে নির্বাচনী সমীকরণে বড় চমক দেখা গেছে। জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু।
হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)-এর একমাত্র পুত্র। তিনি জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।