দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য মো. আবুল হোসেন, সদস্য আব্দুল মছব্বির; শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ ও সদস্য সেলিম মিয়া; কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য গোলাম কিবরিয়া সফি, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমান চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত অব্যাহতি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।