হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল জলিল গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ সেনাবাহিনীর একটি দল শায়েস্তাগঞ্জ গালস স্কুল রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে হস্তান্তর করা হয় শায়েস্তাগঞ্জ থানায়। গ্রেফতার হওয়ায় আব্দুল জলিল শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার মৃত হাজী আব্দুন নুরের পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোঃ আবুল কালাম জানান- সেনাবাহিনী তাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মারামারি মামলার ওয়ারেন্ট ছিল। বুধবার সকালে তাকে আদালতের পাঠানো হবে।