বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ভোটের মাঠে ৩২ প্রার্থী, ৩ আসনে চমক মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির ভারত না গেলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, জানাল আইসিসি মৌলভীবাজারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি শাকসু নির্বাচন স্থগিত: শাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার না করা প্রসঙ্গে যা বললেন এনসিপির আরিফ ফাঁসির দণ্ডের ১৩ বছর পর ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী আযাদের আত্মসমর্পণ সুনামগঞ্জ-৫ : মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন মিজান সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল জলিল গ্রেফতার তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল
advertisement
সিলেট বিভাগ

সিলেট এসেই শ্বশুরবাড়িতে ঘুরতে যাবেন তারেক রহমান

সিলেট সফরে এসে শ্বশুরবাড়িতেও ঘুরতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তাঁর এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো তিনি সেখানে যাবেন।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তারেক রহমান আগামীকাল রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তাঁর থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ি যাবেন।

একই সূত্রের তথ্যানুযায়ী, সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের কিছু আত্মীয়স্বজন থাকেন। তাঁরা বাড়ির জামাইকে বরণ করতে প্রস্তুতি শেষ করেছেন। রাতের বেলা জামাইকে খাওয়ানোর প্রস্তুতিও তাঁরা নিয়ে রাখছেন। এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁদের বাড়ির প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজনও রাখা হয়েছে।

সিলেট বিএনপির এক নেতা জানান, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীও ছিলেন।

তারেক রহমান যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যান, তখন সঙ্গে ছিলেন এখনকার সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সেদিনের স্মৃতিচারণা করে বলেন, ‘সেবার ইলিয়াস ভাই (গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী) ও আমি উনার (তারেক রহমান) সঙ্গে ছিলাম। দীর্ঘ ২১ বছর পর তিনি আবার শ্বশুরবাড়িতে যাচ্ছেন। এতে দক্ষিণ সুরমা উপজেলাবাসী খুবই উচ্ছ্বসিত। তাঁরা সিলেটি জামাইকে বরণ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।’

এদিকে স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, তারেক রহমান বুধবার রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি শ্বশুরবাড়ি যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় তিনি জেলাগুলোর বিএনপি-মনোনীত প্রার্থীদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে ভোটের মাঠে ৩২ প্রার্থী, ৩ আসনে চমক

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

ভারত না গেলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, জানাল আইসিসি

মৌলভীবাজারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

শাকসু নির্বাচন স্থগিত: শাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন

জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার না করা প্রসঙ্গে যা বললেন এনসিপির আরিফ

ফাঁসির দণ্ডের ১৩ বছর পর ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী আযাদের আত্মসমর্পণ

সুনামগঞ্জ-৫ : মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন মিজান

সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল জলিল গ্রেফতার

তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল