ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নিয়ে এখন থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) ১০টায় সিলেটের সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে ৬টি আসনের প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম। আসনগুলোতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক নিচে উল্লেখ্য করা হলো ।
সিলেট-১ আসন:
জামায়াতের মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (আপেল), গণ অধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা) এবং বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস (কাঁচি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
সিলেট-২ আসন:
বিএনপির তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট-৩ আসন:
এখানে বিএনপির আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।
সিলেট-৪ আসন:
বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) এবং গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) প্রতীক পেয়েছেন।
সিলেট-৫ আসন:
বিএনপি জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি) এবং বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট-৬ আসন:
এ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল) এবং জামায়াতের সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।