সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার নবাগত শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও লক্ষ্যস্থিরতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষাঙ্গন কেবল পাঠদান কেন্দ্র নয়, এখান থেকেই ব্যক্তিত্বের বিকাশ, নৈতিকতা অর্জন ও ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি শুরু হয়। তোমরা একটি সুনামধন্য প্রতিষ্ঠানের অংশ হয়েছো। এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে তোমাদেরই সচেষ্ট থাকতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষকদের পরামর্শই তোমাদের স্বপ্ন বাস্তবায়নের সঠিক পথ দেখাবে।
ইউএনও আরও বলেন, যারা পরিশ্রমী এবং নিয়মিত শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করে, একসময় তারাই প্রতিষ্ঠানের গর্বে পরিণত হয়। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ বজায় না থাকলে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখা কঠিন হয়ে পড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক জিতু মিয়া, নুরুল ইসলাম ও আব্দুল কাদির। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নোহা সরদার, অনন্যা মরিয়ম, অর্চি দাস, উর্মি আক্তার, তাওহীদ আক্তার ও তানিসা চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।
এর আগে প্রধান অতিথিসহ শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।