বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চারখাই ও লাউতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দুটি পৃথক মামলায় প্রত্যেকটিতে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা দেবে।