আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের পূণ্যভূমি সিলেটে আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে ট্রাক যোগে ব্যাপক শুভেচ্ছা ও স্বাগত প্রচারণা চালানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আবু হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক আহমদ,সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ মহানগর যুবদলের কোষাধক্ষ্য মেহেদী হাসান সাজাই, সহ সাংগঠনিক সম্পাদক সাবির আহমদ বাবু, ফরহাদ আহমদ,ইমাম মোঃ জহির, আবুল কালাম বাবু, সিলেট জেলা যুবদল নেতা হুমায়ুন রশিদ, জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি সহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানে সিলেট আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে। বক্তারা বলেন, তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সংগঠিত। সিলেটবাসী ঐতিহাসিকভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে এবং আসন্ন জনসমাবেশে জনতার ঢল নামবে।