সুনামগঞ্জ ১ আসনের বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল জামালগঞ্জ উপজেলা বিএনপি ও জমিয়তের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার(১৯ জানুয়ারি) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাজাহান, তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, ২য় যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক মাছুম মাহমুদ তালুকদার, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ মাওলানা লুৎফর রহমান, কেন্দ্রীয় যুব জমিয়তের সাবেক সদস্য মাওলানা আলতাফুর রহমান , উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান ফয়েজ শুভ প্রমূখ।