আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ৩টি আসন চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর একটি রেস্টুরেন্টে জরুরী সংবাদ সম্মেলনে এমন কথা জানান সংগঠনটির সিলেট মহানগর শাখার আহবায়ক এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যকে এনসিপি বলেন, সিলেট-১ আসনে আমাদের প্রার্থী এহতেশামুল হকের নির্বাচনী প্রতীক শাপলা কলির মনোনয়নপত্র রিটানিং কর্মকর্তা দ্বারা অবৈধভাবে বাতিল করা হয়েছিল। উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আইনানুগভাবে দায়ের করা আপিল শেয়ে নির্বাচন কমিশন সকল দিক বিবেচনা করে আইন ও ন্যায়বিচারের আলোকে মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছেন।
তারা জানান, এ রায়ের মাধ্যমে আবারও প্রমানিত হয়েছে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাড়ালে শেষ পর্যন্ত জনগণের অধিকার রক্ষা পায়। এটি শুধু একজন প্রার্থীর বিজয় নয় বরং সিলেট-১ আসনের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার একটি স্পষ্ট স্বীকৃতি।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির মহানগরের আহবায়ক এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, যেহেতু আমাদের দল জোটবদ্ধ হয়েছে সেজন্য আমরা জোটের জন্য কাজ করে যাব তবে আমরা সিলেটের তিনটি আসন আমরা জোটের কাছে চাইব, সেগুলো হল সিলেট-১, সিলেট-৩ ও সিলেট-৪ আসন।
উল্লেখ্য, গেল ১৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করে ১১ দলীয় নির্বাচনী জোট। ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ টি আসন পেলেও সিলেট বিভাগে তাদের কোন প্রার্থী নেই।