সুনামগঞ্জের সদর থানাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি বস্তাভর্তি বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব।
র্যাবের উপস্থিতি টেরপেয়ে দুজন মাদক কারবারি পালিয়ে যায়। রবিবার (১৮ জানুয়ারি) রাতে র্যাব এই অভিযান পরিচালনা করে।
এসময় বস্তার রক্ষিত ৬টি কার্টন থেকে ১৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব। মদ উদ্ধারের ঘটনায় থানায় পলাতকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।