সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তিন আসনে প্রার্থী চূড়ান্ত এমরান, কামরুল ও নাছিরেই শেষ আস্থা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তাঁরা হলেন সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-২ নাছির উদ্দিন চৌধুরী।  চূড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় প্রতীক ধানের শীষ তাদেরকে দিয়েছে বিএনপি।  চূড়ান্ত মনোনয়ন পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন তিন প্রার্থীই। এর আগে এই তিনটি আসনে দলটির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ছয়জন। ফলে অন্য তিনজনকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।

রোববার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে দলের চূড়ান্ত প্রার্থীতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। 

চিঠিতে নির্বাচন কমিশনের বিধিমালা ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই তিনজনকে বিএনপির চূড়ান্ত (ফাইনাল নোমিনেশন) প্রার্থী হিসেবে মনোনীত করার কথা উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়াপ্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দল আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। ধানের শীষ জনগণের আস্থা ও গণতন্ত্রের প্রতীক। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করব।’ 
একই ধরণের অভিব্যক্ত প্রকাশ করেছেন বিএনপির চূড়ান্ত প্রার্থী  সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল ও  সুনামগঞ্জ-১ আসনের নাছির উদ্দিন চৌধুরী। তাঁরা বলেন, ‘ধানের শীষ গণমানুষের প্রতিক। জনরায়েই ধানের শীষ বিজয়ী হবে।’

এই সম্পর্কিত আরো