হবিগঞ্জের বানিয়াচংয়ে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বানিয়াচং ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় এল. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধের কালো ছায়া থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও মাঠের লড়াই তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। বানিয়াচংয়ের ক্রীড়াঙ্গনকে মুখরিত রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য তিনি আয়োজকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বানিয়াচং ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ক্রীড়াবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ পরিবেশে মাঠের লড়াই শুরু হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বানিয়াচংয়ের জনপ্রিয় দুই দল ‘রিতা স্পোর্টিং ক্লাব’ ও ‘ফিউচার স্টার ক্লাব’। খেলাকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।