রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সম্পাদক কামাল মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি ‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’ সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে — মাওলানা লোকমান আহমদ নারী শক্তিই দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-৩ আসন - এম এ মালিকের পক্ষে মাঠে নামার ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের জৈন্তাপুরে ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন ওসমানী হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, স্বামী-স্ত্রীসহ ৩ জন আটক
advertisement
সিলেট বিভাগ

ইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিল

ইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিলইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিল 

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ১৫ দিন আগে 'টেস্ট কেস' হিসেবে ছাত্রদল নেতা ইফতেখার আলম দিনারকে গুম করা হয় বলে দাবি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, "২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হন। এর ঠিক ১৫ দিন আগে ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়। দিনারকে গুম করা হয় আসলে টেস্ট কেস হিসেবে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম।"

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 'মায়ের ডাক' ও 'আমরা বিএনপি পরিবার' যৌথভাবে এই সভার আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে ন্যায়বিচার যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

লুনা বলেন, "গুম নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। গুমের শিকার পরিবার শুধুমাত্র পরিবারের অভিভাবককে হারিয়েছে, সেটা নয়। গুমের পর এসব পরিবারকে নানাভাবে নাজেহাল করা হয়।"

তিনি জানান, গুম হওয়া পরিবারগুলোকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এসব কারণে তার মেয়ের স্কুল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে গেলে বিভিন্ন মানুষের নানা নেতিবাচক মন্তব্য সহ্য করতে হয়েছে এবং গুম হওয়া পরিবারের সদস্যরা তীব্র আর্থিক জটিলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে বলে তিনি উল্লেখ করেন।

ইতিহাসে ভুক্তভোগীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে লুনা বলেন, "জুলাইয়ে যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসেবে ইতিহাসে আছেন। যারা জুলাইয়ে আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসেবে আছেন। কিন্তু ১৭ বছরের যে গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিচয়টা কী? তারা ইতিহাসের কোথায় থাকবেন?"

তিনি আরও মন্তব্য করেন যে, ২০২৪ সালের জুলাই আন্দোলন শুধুমাত্র একটি সময়ের আন্দোলন ছিল না, বরং এটি ছিল গত ১৭ বছরেরই ফলাফল। তিনি বলেন, "আমরা যেখানেই যাই মানুষ আমাদের গুম পরিবার বলে। আমাদের পরিচয় হয়ে গিয়েছিল 'গুম পরিবার'।"

প্রসঙ্গত, ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এদিকে রাজধানীর উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তাঁর বন্ধু ছাত্রদলকর্মী জুনেদ আহমদকে।

এই সম্পর্কিত আরো

ইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিল

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সম্পাদক কামাল

মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি

‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’

সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে — মাওলানা লোকমান আহমদ

নারী শক্তিই দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

সিলেট-৩ আসন এম এ মালিকের পক্ষে মাঠে নামার ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের

জৈন্তাপুরে ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

ওসমানী হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, স্বামী-স্ত্রীসহ ৩ জন আটক