২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটে অনুষ্ঠেয় জনসভা সফল করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিলের ডাক দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর রেজিস্টারি মাঠ থেকে এই প্রচার মিছিলটি শুরু হবে।
উক্ত প্রচার মিছিলকে সফল করতে মহানগর বিএনপি, সকল ওয়ার্ড, থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নেতৃবৃন্দ বলেন, এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক। তাই দলের সকল ইউনিটকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে।