শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সম্পাদক কামাল মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি ‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’ সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে — মাওলানা লোকমান আহমদ নারী শক্তিই দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-৩ আসন - এম এ মালিকের পক্ষে মাঠে নামার ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের জৈন্তাপুরে ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন ওসমানী হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, স্বামী-স্ত্রীসহ ৩ জন আটক ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাশুক আহমদ আর নেই
advertisement
সিলেট বিভাগ

সিলেট-৩ আসন

এম এ মালিকের পক্ষে মাঠে নামার ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (সিলেট-৩) এর উদ্যোগে দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সিলেট দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ড) থেকে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি জমিয়তের সকল নেতাকর্মীকে মাঠে বিএনপি, ধানের শীষ প্রতীক ও এম এ মালিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও আলেম-ওলামাদের সাথে তাঁর দীর্ঘদিনের আত্মিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আলেম সমাজের প্রতি মানুষের আস্থা ও সম্মান রয়েছে। এ আস্থা কাজে লাগিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দেশ ও ইসলামবিরোধী গভীর ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এম এ মালিক বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশেই তিনি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করে রাজনীতি করার অঙ্গীকার করেছেন। তিনি আগামী নির্বাচনে জমিয়তের নেতাকর্মী ও আলেম সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সম্পাদক কামাল

মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি

‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’

সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে — মাওলানা লোকমান আহমদ

নারী শক্তিই দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

সিলেট-৩ আসন এম এ মালিকের পক্ষে মাঠে নামার ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের

জৈন্তাপুরে ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

ওসমানী হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, স্বামী-স্ত্রীসহ ৩ জন আটক

ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাশুক আহমদ আর নেই