বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (সিলেট-৩) এর উদ্যোগে দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সিলেট দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ড) থেকে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় সিলেট-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি জমিয়তের সকল নেতাকর্মীকে মাঠে বিএনপি, ধানের শীষ প্রতীক ও এম এ মালিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও আলেম-ওলামাদের সাথে তাঁর দীর্ঘদিনের আত্মিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আলেম সমাজের প্রতি মানুষের আস্থা ও সম্মান রয়েছে। এ আস্থা কাজে লাগিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, দেশ ও ইসলামবিরোধী গভীর ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
এম এ মালিক বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশেই তিনি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করে রাজনীতি করার অঙ্গীকার করেছেন। তিনি আগামী নির্বাচনে জমিয়তের নেতাকর্মী ও আলেম সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।