মৌলভীবাজারের কুলাউড়ায় ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও মদনগৌরী এলাকার বাসিন্দা মো. মাশুক আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুলাউড়া শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে এবং নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তাঁর ইন্তেকালে শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থানীয় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।