হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বৈষম্যবিরোধী নাইন মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন তাহসিন কবিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বানিয়াচং থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী মহল্লার মানিক উল্লাহর ছেলে ইউপি সদস্য আ. শহীদ এবং ৮নং খাগাউরা ইউনিয়নের কুর্শা খাগাউরা গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে তোফায়েল আহমেদ।
পুলিশ জানায়, আটক ইউপি সদস্য আ. শহীদ বৈষম্যবিরোধী নাইন মার্ডার মামলার এজাহারভুক্ত ৬৭ নম্বর আসামি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।