জামালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মেহেদী হাসান জয় নামে এক মাদক কারবারী সহ ৩ জনকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী।
এর আগে শুক্রবার রাত আটটায় জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলু ও এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদর ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠের পাশে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
আটককৃত আসামী সদর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে মেহেদী হাসান জয় (২২)।
এব্যাপারে এসআই সুপ্রাংশু দে দিলু জানান, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই শাহপুর এলাকায় ঈদগাহ সংলগ্ন রাস্তায় এক ব্যাক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও আরো দুজনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে জানিয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. বন্দে আলি জানান, মেহেদী হাসান জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।