সুনামগঞ্জের ধোপাযান নদী থেকে বালুভর্তি ইঞ্জিনচালিত তিনটি কাঠের নৌকা জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে ধোপাযান নদীর চেকপোষ্টের অদূরে বালুভর্তি এই তিনটি নৌকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের ধোপাযান নদীর চেকপোষ্টের আদুরে ইঞ্জিন চালিত কাঠের নৌকা দ্বারা বালু উত্তোলন করছে একটি চক্র, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিউটিরত পুলিশ অফিসার ও ফোর্স তাৎক্ষণিকভাবে স্পিডবোর্ড নিয়ে নদীতে অভিযান চালায়। এসময় স্পিড বোটের শব্দ শুনে বালুভর্তি নৌকা নদীতে ফেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।