শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও-আলমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের বাসটি সড়কের পাশের একটি খালে পড়ে উল্টে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহণের ঢাকা মেট্রো ব-১৪-৯৫৭৪ নম্বরের এসি বাসটির সঙ্গে যশোর ন-১১-১১০২ নম্বরের পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এনা বাসের চালকসহ বাস ও পিকআপের অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

এই সম্পর্কিত আরো