শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ১২বস্তা চা-পাতা সহ গ্রেফতার-২

কানাইঘাট ১২ বস্তা চা-পাতা সহ ২জনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

জানা যায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে থানা পুলিশ একটি অটোরিক্সা সিএনজি গাড়িতে ৬ বস্তায় মোট ২২৪ কেজি ভারতীয় চা-পাতা আটক করে।

এসময় সিএনজি গাড়ির চালক উপজেলার কালিনগর গ্রামের আমান উল্লাহর পুত্র আলিম উদ্দিন (২২) কে গ্রেফতার করা হয়। এর পূর্বে পৌরসভার নয়তালুক এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা সিএনজি গাড়িতে রাখা আরো ৬টি বস্তায় ২৪০ কেজি ভারতীয় চা-পাতা সহ সিএনজি চালক উপজেলার বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র আলিম উদ্দিন (৩০) কে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃত সহ অজ্ঞাতনামা আরো ১জন আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। আটককৃত চা-পাতার বাজার মুল্যে ১ লাখ ২০ হাজার টাকা।

জানা গেছে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় উপজেলা ব্যাপী চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো