শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো ফরজে ক্বেফায়া :  উপদেষ্টা নূরজাহান

গণভোটে হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে ক্বেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, 'সংবিধান, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে।'

নুরজাহান বেগম আরো বলেন, 'যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যতো যুক্ত করা যাবে, ততো অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।'

ভীতিপ্রদর্শন করবে, গুজব ছড়াবে, এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষনিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য তা প্রচার করে দেন। এতে মানুষ সত্যটা জানতে পারবে। স্বস্তি আসবে।

তিনি বলেন, যারা ইলেকশন চায়না তারা শতভাগ চেষ্টা করবে যাতে ইলেকশনটা পন্ড হয়। আপনি কি ইলেকশন পন্ড হতে দিবেন নাকি, একটা উৎসব মুখর ইলেকশন করবেন।

তিনি আরও বলেন, স্যার বলেছেন যেখানে সম্ভব সেখানে মেলার আয়োজন করলে লোকজন কেনাকাটাও করবে আবার ভোটও দিবে। যতবেশি জনগন অংশগ্রহণ করবে, অশুভ শক্তি ততবেশি পেছনে হাটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে আগতে দেবেন না। তারা সামনে আসলে তান্ডব নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবেনা। আমরা অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ভোট কাস্টিং বেশি হতে হবে। আমরা রেকর্ড সৃষ্টি করবো। গণভোটে আমরা হ্যাঁ ভোট দিবো হ্যাঁ ভোট দিবো হ্যাঁ ভোট দিবে। ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন যেনো আমরা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা তা পারবো।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো