সুনামগঞ্জে সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি বালুভর্তি নৌকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের কুরুতলা এলাকায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে এসব আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কুরুতলা গ্রামের মো. সিকান্দার আলীর ছেলে মো. রাজা মিয়া (২৭), সদরগড় গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মো. আমির হামজা (২৪), আমিরপুর গ্রামের মো. কাচা মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (২৮) ও একই গ্রামের আব্দুন নূর এর ছেলে মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪টি বালুভর্তি পঙ্গপাল নৌকাসহ ৪ জনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি নৌকা পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) জানান, নদী ও পরিবেশ রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত আলামত ও আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।