সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সিলেট মহানগরের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ দিলওয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং এইচ এম ইকবালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ মনসুর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলার সভাপতি রেজাউল করিম নাচন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির বিভাগীয় প্রধান মোহাম্মদ মো. জুম্মান, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল চৌধুরী ও মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি'র প্রতিষ্টাতা সভাপতি শেখ মো. লুৎফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান শ্রেণির এগিয়ে আসা জরুরি। মানবিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বাস্তব কর্মসূচির মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রুবেল, শুভ তালুকদার, মোহাম্মদ দুলাল মিয়া, শেখ আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক আবু রাইয়ান বাদল; প্রচার সম্পাদক জুবায়ের আহমদ; অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক; ক্রীড়া সম্পাদক গোলাব আলী; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুবেল আহমদ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ আহমদ; সিনিয়র সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সদস্য রাশেদ আহমদ ও সাদ্দাম।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাছুম আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।