সিলেট মহানগরীর জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম রুমেল আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকার হায়দপুর হায়দার জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ এই কর্মসূচির আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিসিকের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন এবং জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হান্নান, মামুন আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, সাহেদুর রহমান পিন্টু ও মো. কবির আহমদ। এছাড়াও স্বেচ্ছাসেবক দল নেতা খালেদ আহমদ, মুন্না আহমদ, লাভলু মিয়া, শামীম আহমদ, কবির আহমদ আজাদ এবং আব্দুল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাহফিলে শরিক হন।
মাহফিলে মরহুম রুমেল আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং দলীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ রুমেল আহমদের সাংগঠনিক অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।