সিলেটের লাক্কাতুড়া থেকে মঙ্গল গোয়ালা (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লাক্কাতুড়া চা বাগানের চাপাতল মাঝলাইনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
মঙ্গল গোয়ালা এয়ারপোর্ট থানার লাক্কাতুড়া বাগানের মাঝলাইনের মন্টুগোয়ালার ছেলে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়নত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা (নং ১৭/১৩/১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।