গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে নগদ অর্থ জড়িমানা করেছে। বৃহস্পতিবার উপজেলার কিছমত মাইজভাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ এলাকায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগ কেটে বসতবাড়ি ভরাট করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।