জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন দেশ প্রবাসের উদ্যোগে ব্যাগ বিতরণ করা হয়।
দেশ প্রবাসের সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রতন কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহেলী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক জ্যোতি লাল দাস, বিএনপি নেতা খোকন মিয়া।
প্রধান অতিথি আব্দুর রব বলেন, মেধাবী ও অসচ্ছলতা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। আগামীতে এর পরিসর আরো বাড়ানো হবে। বাচ্চারা যেন ঝরে না পড়ে সেদিকে নজর রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বরেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান-বিজ্ঞানে। মানুষ এখন শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে। এখান থেকে বের হয়ে আসতে হলে শিক্ষা থেকে দীক্ষা নিতে হবে। বাচ্চাদের নৈতিকতা শেখাতে হবে। তারা যেন সমাজে ভাল মানুষ হতে পারে সেই জন্য শিক্ষক, অভিভাবকসহ সকলে এক যুগে কাজ করতে হবে।