সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ এশা ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে হাওয়াপাড়া ও তাঁতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাওয়াপাড়া নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুরব্বী মমতাজ হোসেন জ্বলকদ এর সভাপতিত্বে ও ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেলওয়ার বক্স দিলু, আবু জাফর কামরান, হিজকিল গুলজার, আ.ন.ম শামসুদ্দিন রাজু, জুমা আহমদ, জুয়েল আহমদ জুবেদ, মিশু আহমদ, আবু হানিফ, জাকির হোসেন, আবিদ হোসেন, ফারদিন আহমদ আবির, মাহিদ ইকবাল, আখতার হোসেন সোহেল, ইসমাইল হোসেন খোকন, তৌহিদুর রুবেল, বেলাল আহমদ সবুজ, আবু জাফর কামরান, জাওয়াদ আহমদ তৌসিফ আহমদ।
এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়।