হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এটি উদ্ধার ও পরবর্তীতে নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছিলাপাঞ্জা এলাকার একটি খোলা জায়গায় সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে সেনাবাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
পরবর্তীতে সেনাবাহিনীর দক্ষ বোম্ব ডিসপোজাল টিম পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করে যে, বস্তুটি একটি ‘CCS-60C’ মডেলের টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড। এরপর প্রয়োজনীয় প্রটোকল মেনে গ্রেনেডটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমদ জানান, সেনাবাহিনী পরিত্যক্ত টিয়ার গ্যাস গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে। এটি কীভাবে এবং কার মাধ্যমে ওই স্থানে এল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, লোকালয়ের কাছে এমন বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত ও সমন্বিত তৎপরতায় কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এলাকায় স্বস্তি ফিরেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।