বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেফতার

সিলেট মহানগরীর জেল রোড এলাকা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে এক কুখ্যাত ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত সজল মহানগরীর একজন ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত সজল মহানগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সজল ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন গুরুতর অপরাধের ২০টি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।


কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, সজলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো